ভাই, তোমরা কেন পরের বিষয়ে সমালোচনা করো?
পরের সমালোচনা করে কেন নিজেরে খাটো করো?
জানি, নিজের ব্যার্থতা ঢাকার তরে পরের গান গাও,
আপনার কর্মে মজা না পেয়ে পরেরটায় মজা পাও!
নিজ-রান্নায় স্বাদ নেই তাই পরেরটার নাও স্বাদ,
বিনে পয়সায় গুনগান যখন; তোদের ধন্যবদর!
তোমরা আছো বলেই-তো তারা নিশ্চিন্তে পথ চলে,
তবুও তারা তোমাদের সাথে হাসি দিয়ে কথা বলে!
দূর্ণাম করে হয়েছো খারাপ! তাদের করেছো মহান,
সমালোচনায় শুধুই বাড়ালে তোমার আত্ম কু-নাম!
কেউ সু-নাম অর্জণ করতে পারেনি কারো দূর্ণাম করে,
পর-অশান্তি বাড়াতে গিয়ে, অশান্তি ঢুকেছে নিজ-ঘরে!
সমালোচনায় শান্তি নেই-রে, আর নেই আত্ম-প্রশান্তি,
সু-নাম পরের করলে তুমি, তোমার মনে পাবে প্রশান্তি!
সমালোচনায় কারো দূর্ণাম হয়! তোমার ধর্ম বলে,
এসো! ভালো কাজে ব্যাস্ত থাকি, খারাপেরা যাক তলে।।