এম শাহরিয়ার তাজ,খুলনা প্রতিনিধি।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের দৌলতপুর থানাধীন ৬ নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান অসুস্থ অবস্থায় খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে অপারেশন শেষে ভর্তি আছেন। আজ ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোঃ মাসুদুর রহমান এর অসুস্থতার খবর শুনে খোজ খবর নিতে ও তার শয্যাপাশে উপস্থিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন,দৌলতপুর থানার সভাপতি আলহাজ্ব সরোয়ার বন্দ,সেক্রেটারি আলফাত হোসেন লিটন, শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার হোসেন, ছাত্রনেতা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৌলতপুর থানার সাধারণ সম্পাদক মুহা: শাহরিয়ার তাজ, মুহা: নুরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তার আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করেন। সাথে সাথে নেতৃবৃন্দ হাসপাতালের অন্যান্য রোগীরদের সার্বিক খোঁজ খবর নেন এবং রোগমুক্তি কামনা করেন।