জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধি।
ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ২৪ শে ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় মাহবুব হাসান জয়ের সভাপতিত্বে দেলোয়ার হোসেন সুমন ও আমিনুল ইসলাম সোহাগের যৌর্থ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল
উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রীর একান্ত সচিব আবু নছর ভূইঁয়া মাসুক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ সাইদুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উল্লাহ লিটন,৯ নং আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক বাবু রাস মোহন সাহা, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোজ্জামেল হক রিপন,নান্দাইল উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হুমায়ূন কবির চঞ্চল,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আফতাব উদ্দিন তুহিন, উপজেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুল ইসলাম কনক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দ সহ ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ,পৌর সভা ছাত্রলীগ ও সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বর্ধিত সভায় বক্তারা বলেন নান্দাইল উপজেলার ১৩ টি ইউনিয়ন ১ টি পৌরসভা ও নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রি কলেজ ছাত্রলীগ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দলকে সু সংঘটিত করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মাদক, জুয়া, চাদাবাজি বিরুদ্ধে কঠোর অবস্থানে নান্দাইল উপজেলা ছাত্রলীগ কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।