ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ।।
নারায়নগঞ্জ আইন কলেজ সংসদ’র উদ্যোগে শিক্ষা সফর-২০২৪ অনুষ্ঠিত হয়।১৭ ফেব্রুয়ারি প্রতিবছর এ বছর ন্যায় ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি আনন্দ দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উদ্দেশ্যে ভ্রমণের শিক্ষা সফরের ব্যবস্থা করেছেন। সেই লক্ষ্যে আজ কলেজ শিক্ষক কর্মচারী ও বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের নিয়ে কলেজটির নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুবর্ণ গ্রাম রিসোর্টে শিক্ষা সফরের আয়োজন করেন। এই অনুষ্ঠান কে কেন্দ্র করে১৭ ফেবুয়ারী শনিবার সকালে নারায়ণগঞ্জ আইন কলেজ থেকে সুবর্ণ গ্রামে আইন কলেজের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলী সকলে সন্মলিত ভাবে এ শিক্ষা সফর ভ্রমণ আনন্দ মুখর পরিবেশে পারিবারিক বন্ধনে উৎসবে মেতে উঠেন।দিনব্যাপি এ আনন্দ আয়োজনে ছিলো গানের আয়োজন, রেফেল ড, পীতি৷ শিক্ষা সফর -২০২৪আয়োজনে: নারায়ণগঞ্জ আইন কলেজ।স্থান ছিল : সুবর্ণগ্রাম,রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।চাঁদার হার জনপ্রতি ১০০০ টাকা ৩ -৫ বছর বয়সী বাচ্চাদের ক্ষেএে ৫০০ টাকা, (৩ বছর নিচের বাচচাদের জন্য ফ্র করে। তবে, পার্কে এন্ট্রি গেইটে ৩ বছর প্রমানে ব্যার্থতার ক্ষেত্রে পার্কে এন্ট্রি প্রযোজ্য হবে।এ সময় উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ আইন কলেজের শ্রদ্ধেয় প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন ভূঁইয়া নারায়ণগঞ্জ আইন কলেজর ভাইস প্রিন্সিপাল ও নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আমিন রনি, আইন কলেজের ভিপি এডভোকেট হাসান, জি,এস আমজাদ, এডভোকেট শাহাদাৎআয়োজনে যা যা থাকছে: সকলের নাস্তা+দুপুর এর লাঞ্চ+ বিকাল এর নাস্তা বিভিন্ন বিনোদন মূলক আয়োজন। ভোজ সহ বিভিন্ন বিনোদন।আইন কলেজের প্রিন্সিপাল সাক্ষাওয়াত হোসেন ভূঁইয়া এক সময় বক্তব্য বলেন আমি এই আইন কলেজে দীর্ঘদিন প্রিন্সিপাল অধ্যক্ষ হিসাবে এই ছাত্র ছাত্রীদের পড়ায় আসছি, ওরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ল সুস্থ সুশিক্ষায় শিক্ষিত হয় যেন। সুন্দরভাবে ভাবে সুশিক্ষিত ভাবে যেন পথ এগিয়ে যেতে পারে এবং মানুষের পাশে যেন মানুষের জন্য যেন কিছু করতে পারে, দেশ ও জাতির জন্য তারা যেন কিছু করতে পারে। তিনি আরো বলেন এই শিক্ষা সফরটা উচিত এখান থেকে অনেক নানা অভিজ্ঞতা অর্জন করা যায় বিভিন্ন বিষয়ের দিক থেকে এবং একটা পরিবার নিয়ে তার সফরে কিছু সময় কাটানো শহরে ক্লান্তি ভাবটা দূর হওয়া কর্মজীবনের ক্লান্তি ভাব দূর করার জন্য শিক্ষক, ছাত্র ছাত্রীদের কিছুটা সময় সবুজ শ্যামলসবুজ শ্যামল প্রাকৃতিক শীতল হাওয়ায় সময় কাটানো প্রত্যেক মানুষেরই জন্য দরকার এতে তাদের মন সতেজ থাকে মন উৎফুল্ল থাকে ক্লান্তি ভাব দূর হয়।৷ এ ছাত্র ছাত্রীরা আমার প্রাণপ্রিয় আমি ওদের ভবিষ্যৎ উজ্জল কামনা করি ভবিষ্যতে যেন তারা তাদের কর্মজীবন সঠিকভাবে চালিত করতে পারে এবং নিজের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারে সেই কামনাই করি ওরা যেন সব সময় ভালো থাকে সেই কামনাই করি।এ অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজটির জনপ্রিয় গভনিংর্ বডি সদস্য আলহাজ্ব ফায়েজ উদ্দিন লাভলু। তিনি মহান আল্লাহ তাআলা শুকরিয়ার মাধ্যমে কলেজের অধ্যাপক এডভোকেট সাক্ষাওয়াত হোসেন ভূঁইয়া এবং সহকারি অধ্যাপক অ্যাডভোকেট রবিউল আমিন রনি তাদেরকে ধন্যবাদ জানানএমন একটি সুন্দর আয়োজন এর জন্য। তিনি কলা সংসদের প্রতিও শুকরিয়া শুকরিয়া যাপন করেন। তিনি কলেজের গভির্নিং বডি সদস্য হওয়ায় কলেজর এর অতি শীঘ্রই কলেজের ভবন নির্মাণের আশ্বাস দেন।শিক্ষা সফরের আনন্দ আয়োজনে রবিউল আমিন রনি অনুভূতিে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন নারায়ণগঞ্জ আইন কলেজ সংসদ আয়োজিত আজকের এই শিক্ষা সফরে আসতে পেরে খুবই ভালো লাগছে আমাদের পরীক্ষা সফল যেমন বিনোদন বিনোদন দিবে তেমনি ছাত্র-ছাত্রী এবং শিক্ষার্থীর শিক্ষক মন্ডলীর মধ্যে পারিবারিক বন্ধন তৈরি হবে আমি আশা রাখি।৷ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আইন কলেজের এডভোকেট রবিউল আমিন রনি ও আইনজীবী সমিতির সেক্রেটারি উনার অভিমত ব্যক্ত করেন উনি বলেন কলেজের শিক্ষক সংসদ ও সকল শিক্ষা বর্ষের সকল শিক্ষার্থীদের সহজপূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের সফরের সফরের সফল হয়েছে। তিনি সকলকে ওনার আন্তরিক ধন্যবাদ জানাই।আরো উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী ২০২৪ ল পরীক্ষা দিয়ে বের হয়ে আসছেন ইকবাল, শুভ, মিজান, শিলা , পিয়াস।২০২১ ব্যাচের ফাইনাল ফাতেমা আক্তার মাহমুদা ইভা৷ , প্রশান্ত কুমার, সানি, রবিউল, শান্তা, লিজা, মনিরা, চম্পা, সাথী, শিল্পী, মারিয়া, স্মৃতি , জাহিদুল, অন্যান্য ছাত্র-ছাত্রীরা,২০২২ ব্যাচের ফারিয়া, রোনা, দোলা, তিন্নি, ২০২২ ব্যাচ এর ছাত্র-ছাত্রীরা,২০২৩ ব্যাচ এর আইরিন, রাব্বি, রাশেদুল, শামীম , নিবেদিতা সামিয়া, সালমা, ঝলক, রিয়া, রূপক , স্মৃতি ,মিম কবিতা, অন্যান্য ছাত্র-ছাত্রীরা।২৪ ব্যাচের , মুমিন প্রান্ত, হৃদয়,শাহরিয়া, লামিয়া, আকাশ , রাজু, হাসান, তন্নী, মাছুম বিল্লাল, সাজ্জাদ, ডালিয়া আবেদ জাহান, হাসানুল , লোকমান, রুহলামিন, মোশারফ, অন্যান্য ছাত্র-ছাত্রীরা।এ সময় আইন কলেজের সবার প্রিয় ভিপি হাসান বলেন রুপগঞ্জ সুবর্ণগ্রাম আইন কলেজ পক্ষ থেকে পিকনিকের করা হয়।নারায়ণগঞ্জ আইন কলেজ ছাত্র-ছাত্রী সংসদের উদ্যোগে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষা সফর ২০২৪,,,,, কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব অয়ন ওসমান ভাই এর প্রতি যিনি সার্বিক ভাবে সহযোগিতা সহ সর্বদা খোঁজ খবর রাখার জন্য এবং শিক্ষা সফর নিয়ে বলতে গিয়ে জান এডভোকেট হাসান বলে শিক্ষা সফরের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান দর্শনের সুযোগ পান । লেখাপড়া এবং শহরের শহরের একঘেয়েমি জীবন থেকে কিছুটা প্রাণবন্ত করতে শিক্ষা সফর শিক্ষার্থীদের সাহায্য করে।সবুজঘেরা মনমুগ্ধকর পরিবেশ উচ্ছ্বাসের এর মধ্যে দিয়ে পালিত হল আইন কলেজের শিক্ষা সফর।ধন্যবাদ সকল ছাত্র-ছাত্রীদের যাহারা শিক্ষা সফরে অংশগ্রহণ করেছেন এবং যাহারা সার্বিক ভাবে সহযোগিতা করে শিক্ষা সফরটি সফল করেছেন,,,, ১৭/২৪ইং।২০২১ ব্যাচের ছাত্রীর ফাতেমা আক্তার মাহমুদা ইভা বলেন আমি প্রথমেই আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও ভালোবাসা জানাচ্ছি এবং তারই সাথে নারায়ণগঞ্জের এ কে শামীম ওসমানের৷ এক মাত্র সৌভাগ্য পুত্র অয়ন ওসমান ভাই কে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সেই সাথে আমাদেরই ল কলেজের প্রত্যেক ব্যাচের ভাই বোনদের এ শুকরিয়া জানাই ভাই-বোনরা এখানে উপস্থিত ছিলেন আমার আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি একটি শান্তিপূর্ণ সুন্দর একটি পিকনিক হওয়াতে একসাথে সুন্দর সময় একটি মুহূর্ত দিন কাটাতে পেরে । সবাই আমার জন্য সবাই দোয়া করবেন।