রাসেদ বিল্লাহ চিশতীঃ নোয়াখালীতে সাবেক সংসদ সদস্য, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর নোয়াখালী জেলা মুজিব বাহিনীর (বিএলএফ) প্রধান বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৫ ফেব্রুয়ারী) সকালে জেলা সদরের মাইজদী বাজার গ্রীণ হলে জেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের সার্বিক তত্বাবধায়নে নাগরিক সমাজ আয়োজিত শোক সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের সহধর্মীনি বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি।শোক সভায় জেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন মিন্টুর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহমুদুর রহমান বেলায়েতের জীবনি ইতিহাস তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, মুক্তিযুদ্ধকালীন সি-জোনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের।শোক সভায় মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিক সমাজের লোকজন উপস্থিত ছিলেন।পরে দোয়া ও মোনাজাত শেষে দুই শতাধিক অসহায়-গরীব নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।