মিলন বৈদ্য শুভ, রাউজান, চট্টগ্রাম।
দিনব্যাপী নানান কর্মসূচির মধ্যে দিয়ে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নস্থ অলিকুল শিরোমনি সুলতানুল আউলিয়া হযরত খাজা আশরাফ শাহ ও হযরত খাজা আবু শাহ (র:) এর ২১৮তম বার্ষিক পবিত্র ওরশ শরীফ সম্পন্ন হয়েছে। ১০ ফাল্গুন ২৩ ফেব্রুয়ারি শুক্রবার কদলপুর শাহী দরবার শরীফ প্রাঙ্গনে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয়। দরবারের আওলাদবৃন্দের আয়োজন ও ব্যবস্থাপনায় ওরশ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, মাজার জেয়ারত, খতমে খাজেগান, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল ও তবরুক বিতরণ।পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করা হয়। ওরশ শরীফে বিভিন্ন দরবারের আওলাদবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । পৃথক পৃথকভাবে ওরশ শরীফের এন্তেজাম করেন উক্ত দরবারের আওলাদে পাক শাহজাদা মাওলানা জামাল উদ্দিন শাহ, শাহজাদা আমিনুল হক শাহ হাসান, শাহজাদা মাওলানা নেজাম উদ্দিন শাহ্, শাহজাদা নাহিদুল হক শাহ , পীরজাদা অলি উদ্দিন শাহ আশরাফি, শাহজাদা আবু তৈয়ব শাহ্, শাহজাদা শফি শাহ্, শাহজাদা বাহাউদ্দীন শাহ, শাহজাদা হাবিব শাহ্ সহ অন্যন্যা আওলাদগন। ওরশ শরীফ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সফল করতে সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন কদলপুর আশরাফিয়া উন্নয়ন কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, ইউপি সদস্যবৃন্দসহ উন্নয়ন কমিটির অন্যন্যা কর্মকর্তাবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহজাদা ফরিদুল আলম শাহ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আব্দুল শুক্কুর সওদাগর, মোজাম্মেল হক ডালিম, জয়নাল আবেদীন, মোহাম্মদ মনজু মিয়া, হাফেজ মোরশেদ রেজা, মোহাম্মদ টিপুসহ লক্ষাধিক আশেক ভক্ত।