মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে থেকে ২৪ কেজি গাজাসহ মো. ইউনুস (৫৩), মো. বাবুল হোসেন (৩৬) নামে দুই মাদক কারবাবিকে হাতেনাতে আটক র্যাব-১৩ এর সদস্যরা।
২৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে করতোয়া কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে থেকে তাদেরকে আটক করে র্যাব-১৩ সিপিসি-১।
জানা যায়, র্যাব-১৩ রংপুর ক্রাইম প্রিভেনশন কোম্পানি দিনাজপুর-১ কোম্পানি অধিনায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান এ অভিযানের নেতৃত্ব দেন। র্যাবের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি চালান কুমিল্লা থেকে বীরগঞ্জ করতোয়া কুরিয়া সার্ভিসের আসছে। চালান নিয়ে যাওয়ার সময় কুরিয়ার সার্ভিসের সামনে থেকে গাঁজাসহ দুই মাদক কারবাবিকে আটক করে র্যাব সদস্যরা।
র্যাব জানায়, আটকরা হলেন- বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী বগুড়া পাড়া এলাকার মৃত টুনু প্রামানিকের ছেলে ইউনুস, ও ঢাকাই কামারপাড়া এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে বাবুল। আসামিরা পেশাদার মাদক কারবাবি।
র্যাব আরও জানায়, তাদের বিরুদ্ধে দিনাজপুর জেলাসহ অন্যান্য জেলা-থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বীরগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে