্আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান) প্রতিনিধি।
নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যবসায়ী সমাজ কল্যান সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটি-২০২৪ এর নির্বাচন সমিতির কার্যালয়ে সম্পন্ন হয়েছে।এসময় সরাসরি ব্যালেট পেপারের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো,হোসেন।সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যবসায়ী সমাজ কল্যান সমিতি দ্বিবার্ষিক মেয়াদের কার্যনির্বাহি কমিটির অনুষ্টিত ভোটে সভাপতি পদে বর্তমান সভাপতি মো: হোছাইন তার প্রতিদ্বন্দি ছিলেন সমিতির সদস্য এম,এ সামাদ।সমিতি সূত্রে জানা যায়, সমিতির মোট সদস্য ৩৪জন ভোটারের মধ্যে ভোট গ্রহণ হয়েছে ৩৪টি। তৎমধ্যে মো, হোছাইন আহাম্মেদ পেয়েছেন ২৪ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দি এম,এ সামাদ পেয়েছেন ১০ভোট।এতে ১৪ভোটের ব্যবধানে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো,হোছাইন ।আর এদিকে, বিনা-প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক জুবাইরুল হক ও অর্থ-সম্পাদক পদে ফাহিম ইকবাল চৌধুরী খাইরু,সহ-সভাপতি-রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।ভোট গ্রহণের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার আবু তাহের বাহাদুর, সদস্য সচিব মো: ইমরান সহকারি নির্বাচন সদস্য মো. ইছুপ।