মোঃ মিঠু আহম্মেদ নারায়ণগঞ্জ :- ২৯ শে ফেব্রুয়ারী রাতে ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর সমগ্র বাংলাদেশের মানুষের মাঝেই সৃষ্টি হয়েছে নানা ধরনের আতঙ্ক। আতঙ্কিত মানুষের মাঝে জন্মায় একটি প্রশ্ন কতটা যে কতটা নিরাপদ নারায়ণগঞ্জের বহুতল ভবনের গড়ে তোলা রেস্টুরেন্ট গুলো। সে সব রেস্টুরেন্টে কি নারায়ণগঞ্জ বাসি সুরক্ষা পাবে নাকি প্রান হাড়াতে হবে ঢাকা বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো করে। সাধারণ মানুষের এসন জবাবের উত্তর খুজতে গিয়ে নজরে আসে নারায়ণগঞ্জ চাষাড়া বালুর মাঠ এলাকায় ”এমডি স্কয়ার” এর বিল্ডিংটির দিকে যেখানে দেখা যাচ্ছে পুরো বিল্ডিং ঝুড়ে প্রতিটি তলায় রয়েছে বিভিন্ন নামি দামি ব্রান্ডের অভিজাত রেস্টুরেন্ট গুলো ।
একটি নয় তলা ভবনের পুরোটাই রেস্টুরেন্ট বলছি এমডি স্কয়ার এর কথা। শুধু এটাই না নারায়ণগঞ্জের প্রায় প্রতিটি বিল্ডিংয়ে রয়েছে অসংখ্য চাইনিজ রেস্টুরেন্ট।নারায়ণগঞ্জের বাসিন্দারা প্রচুর ভোজনবিলাসী হওয়ার রেস্টুরেন্টের চাহিদাও বাড়ছে দিন দিন।কিন্তু সরেজমিনে ঘুরে দেখা গেছে এসব রেস্টুরেন্টের বেশির ভাগেরই নেই কোন অগ্নি নিরাপত্তা ব্যবস্থার সরঞ্জাম। নারায়ণগঞ্জের অন্যতম রেস্টুরেন্ট যা নারায়ণগঞ্জ বাসির কাছে আস্থার জায়গা হিসেবে নিজেদের স্থান করে নেয় কিন্তূ সেই আস্থার স্থল সুগন্ধার মতো নামি-দামি রেস্তোরাঁ টার সিঁড়ি টা প্রশস্ততা খুবই কম নেই সেখানে কোন ধরনের বিকল্প কোনো ব্যবস্থা।
নারায়ণগঞ্জের ভোজন প্রেমিক বাসিন্দারা বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের বিল্ডিংয়ের অগ্নিকান্ডের খবরে খুবই আতংকিত তারা চান নারায়নগঞ্জের সকল চাইনিজ রেস্টুরেন্ট ও খাবারের ঘরের নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগ। যাতে নারায়ণগঞ্জের কোন রেস্টুরেন্ট বিল্ডিং ঢাকা বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের মতো কোন অগ্নিকান্ড না ঘটে ।আর কোনো নিরীহ মানুষের প্রান যেনো এমন ভাবে না হারতে হয়।