মোঃ শাহজাহান কবির, পঞ্চগড় জেলা প্রতিনিধি।
কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদক রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পাওয়ায় অফিসার ইনচার্জ, বোদা থানা পঞ্চগড় মোঃ মোজাম্মেল হককে ফুলেল শুভেচ্ছা জানান বোদা থানা পঞ্চগড় এ কর্মরত অফিসার/ফোর্সবৃন্দ।মোঃ মোজাম্মেল হক, অফিসার ইনচার্জ, বোদা থানা পঞ্চগড় রাষ্ট্রপতির পুলিশ পদক(পিপিএম) গ্রহণ শেষে কর্মস্থলে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা জানান।গত ২৭/০২/২০২৪ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণাসহ বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন করেন এবং পদক প্রাপ্তদের পদক প্রদান করেন।এ সময় সাহসিকতার সাথে অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কর্তব্যে সততা, নিষ্ঠা ও দক্ষতা প্রদর্শন, জনসাধারণের জন্য আইনী সেবা নিশ্চিত করণের মাধ্যমে প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ জনাব মোঃ মোজাম্মেল হককে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)- এ ভূষিত করায় অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক বলেন, “এই অর্জন শুধুমাত্র আমার একার কৃতিত্ব নয়, এই কৃতিত্ব সকল অফিসার ও পুলিশ সদস্যের”।অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হককে এই গৌরবময় সম্মাননায় সম্মানিত করায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবং বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । তিনি আরো বলেন তাঁর এই পদক প্রাপ্তিতে থানার প্রতিটি সদস্য আরও অনুপ্রাণিত ও উজ্জীবিত হয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব আরও সুচারুরূপে পালন করবে মর্মে আমাদের দৃঢ় বিশ্বাস ।