শাহরিয়া সিমান্ত ;ঝালকাঠি :
৭তম বারের মত এমপি নির্বাচিত হওয়ার বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন আমুকে নাগরিক সংবর্ধনা দিয়েছে ঝালকাঠি জেলা পরিষদ।
রবিবার বিকাল ৪ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়মে ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির এই নাগরিক সংবর্ধনার আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির স্বাধীনতা ও একটি স্বাধীন দেশ এবং মানচিত্র আমাদেরকে উপহার দিয়েছেন বলে আজকের আমরা গর্বিত বাঙ্গালী জাতি। তারই যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশ আজ উন্নত দেশ হিসেবে পরিগণিত হয়েছে। আমরা যে দলেরই হইনা কেন ঝালকাঠি-নলছিটিবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি যেন তাদের সেই ভোটের মর্যাদা রক্ষা করতে পারি। চাঁদাবাজি-টেন্ডারবাজি কাউকে করতে দেওয়া হবেনা। তিনি আরও বলেন,ঝালকাঠি ২ আসনের মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই,আমি কাজ করতে চাই ,আপনারা আমাকে সহযোগিতা করবেন যাতে করে আমি আপনাদের সেবা করতে পারি।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও ঝালকাঠি জেলা পরিষদের সকল সদস্যবৃন্দসহ আরো অনেকে।