মোঃ শাহজাহান কবির, পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই বদিউজ্জামানের সহযোগিতায় উক্ত অপহরণ কারী মেয়েটিকে দুদিন পর তেতুলিয়া উপজেলার দেবনগর ইউপির মাগুরমারি চৌরাস্তা থেকে উদ্ধার করা হয়।
এলাকাবাসীর তথ্য মতে জানা যায় মেয়েটির বাড়ি ঝলই শাল সিঁড়ি ইউনিয়নের শিয়াল পাড়া নতুনহাট গ্রামে। মেয়েটির বাবার নাম অলিকান্ত রায়। সে চরঙ্গী উচ্চ বিদ্যালর এর নবম শ্রেণীর মেধাবী ছাত্রী। গত ২৯ শে ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয় যাওয়ার পথে নিখোঁজ হয়। মেয়েটির বাবা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বোদা থানায় গিয়ে মামলা করেন। ঝলই শাল সিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন গণমাধ্যম কর্মীদের জানান, যারা এই শিশু মেয়েটিকে অপরণ করেছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হোক। অপহরণকারী আসামির নাম মোঃশাহাজালাল(২২), পিতা মোকসেদুল সাং খেকির ডাংগি, দেবনগর তেতুলিয়া পঞ্চগড়। বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক উক্ত অপহরন ঘটনাটি সত্যতা স্বীকার করেন, এবং তিনি বলেন উক্ত অপহরণ কারী আসামি পলাতক থাকার কারণে এখনো ধরা সম্ভব হয়নি অতি শীঘ্রই তাকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।