মোঃ শাহজাহান কবির প্রধান জেলা প্রতিনিধি:-
‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’– এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন– উপজেলা নির্বাচন অফিসার মোঃতকদির আলি সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন– উজেলা চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু,পৌর মেয়র আলহাজ্ব মোঃ আজাহার আলি, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃশাহরিয়ার নজির বলেন, যে কোনো ভোট আসলে জনগণকে নিজ তাগিদে ভোট প্রদান করতে হবে। এটি সরকারি অধিকার। এ সময় তিনি নির্বাচন অফিসারের উদ্দেশ্যে বলেন, নতুন ভোটার, ভোটার স্থানান্তর কিংবা সংশোধনী বিষয়ে যেসব কাগজপত্র বা তথ্য লাগবে, সেগুলো ব্যানারে লিখে নির্বাচন অফিস ও ইউনিয়ন পরিষদগুলোতে টানিয়ে রাখলে সবার জন্য সুবিধা হবে। এতে করে সাধারণ জনগণ হয়রানি থেকে মুক্ত হতে পারবে।