এম মাহমুদ সন্দ্বীপ চট্টগ্রাম।
লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ ও মোক্তাদের মিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে ২ দিন ব্যাপী ফ্রি চক্ষু শিবির ২০২৪ও বিনা মূল্যে চক্ষু লেন্স অপারেশন সমাপনী অনুষ্ঠানে ও সাটিফিকেট বিতরণ অনুষ্ঠান ২ মার্চ সকাল ১১ টায় পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি লায়ন আবদুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন।
সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন প্রভাষক ফসিউল আলমের সঞ্চালনায় এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রিজিওন চেয়ারপার্সন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ লায়ন সামসুল আলম, রিজিওন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫বি৪ লায়ন নাছির উদ্দীন, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সাবেক সভাপতি জাহাঙ্গীরুল ইসলাম সেন্টু, সাবেক সভাপতি লায়ন সাখাওয়াত উল্ল্যা পূর্ব সন্দ্বীপ হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সহসভাপতি সাইফুল ইসলাম, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সদস্য আতিকুর রহমান ফরহাদ, সদস্য লায়ন আবদুল হান্নান, কবি কাজীশামসুল আহসান খোকন প্রমুখ। এতে প্রথম দিন ৩৫০ ও ২য়দিন এক হাজার ২শ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।