এম মাহমুদ, সন্দ্বীপ চট্টগ্রাম।
সন্দ্বীপে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করছে সন্দ্বীপ থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন বাউরিয়া ৫ নং ওয়ার্ড ইদ্রীস আলীর সে রাং বাড়ির মৃত ফজল করিমের পুত্র মোঃ সুমন (৩২) ও একই বাড়ীর মোস্তফার ছেলে আবদুল হান্নান (৩৭) জানা গেছে শনিবার সন্ধ্যা ৭ টা বাউরিয়া ইউপিস্থ ৬নং ওয়ার্ড লাঙ্গল মাঝির বাড়ীর ফয়সালদের পরিত্যক্ত টিনসেড ঘরে সুমনের জিন্স প্যান্টের সামনের বাম পার্শ্বের পকেট হতে ১০ পিচ এবং আব্দুল হান্নানের পরিহিত লুঙ্গির কোঁচাতে ১০(দশ)পিচ সহ মোট ২০(বিশ)পিচ ইয়াবা ট্যাবলেট তাদের বাহির করে দেয়া মতে সিগারেটের নিকেল কাগজে এবং সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ব্যপারে সন্দ্বীপ থানায় সুমন ও হান্নান কে আসামী করে অবৈধ মাদক দ্রব্য উদ্ধার অভিযানে একটি মামলা দায়ের করছে সন্দ্বীপ থানা পুলিশ। মামলা নং ৫৬।
সন্দ্বীপ থানার ওসি মোঃ কবির হোসেন বলেন গতকাল ইয়াবা বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান শুরু করে ইয়াবা সহ তাদের আটক করতে সক্ষম হই। আমাদের যে কোন অপরাধ বিষয়ে অভিযান অব্যহত রয়েছে।