1. live@www.dainiksomoyerunnayan.com : news online : news online
  2. info@www.dainiksomoyerunnayan.com : দৈনিক সময়ের উন্নয়ন :
  3. mdzahidlama@gmail.com : zahid Hasan : zahid Hasan
মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানের লামায় মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কক্সবাজারে সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার সিইসিসহ চার কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট বান্দরবানে ড. এফ. দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) এঁর রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটনের দাবীতে উত্তাল পার্বত্য জনপদ উপনিবেশিক-অসাংবিধানিক ১৯০০ সালের শাসনবিধি আইন বহাল রাখার ষড়যন্ত্র প্রতিরোধে পিসিএনপি রাজপথে নামবে লামায় স্ত্রী হত্যা চেষ্টার অভিযোগে আব্দুর রহিম জেলে পাহাড়ে বৈষম্যের কোটা বাতিলের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি লামায় দুর্দর্শ ডাকাতি, দু’বোনের শ্লীলতাহানি বিবর্ণ পাহাড়ে সবুজ বিপ্লব বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল কোয়ান্টাম ফাউন্ডেশন কোয়ান্টামম আরোগ্যশালায় বিশ্ব মেডিটেশন দিবসে দেড় সহস্রাধিক ধ্যানীর সমাগম

লামা পৌর শহরে জীবন ও সভ্যতা বান্ধব বাজার পুকুরটি দখলদারদের আগ্রাসনে অস্তিত্ব হারাচ্ছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৫৭২ বার পড়া হয়েছে

সময়ের উন্নয়ন ডেস্ক:- 
বান্দরবানের লামা পৌর শহরে জীবন ও সভ্যতা বান্ধব বাজার পুকুরটি দখলদারদের আগ্রাসনে অস্তিত্ব হারাচ্ছে। নিরাপদ জলের ভান্ডার ঐতিহাসিক নির্দশন এই পুকুর উদ্ধারের দাবি উঠেছে। লামা শহরে প্রথম পাবলিক পুকুরটি দখল দূষনের শিকার হয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। উনিশ শতকে পুকুরটি খনন করা হয়েছিল বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। ঐতিহাসিকভাবেও পুকুরটির গুরুত্ব অনেক খানি। তাছাড়া পানির ভান্ডার হিসেবেও এই পুকুরের প্রয়োজন কোনো সময় পুরাবার নয়। নকশানুযায়ী এই জলভান্ডারটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার গণ দাবি উঠেছে লামা শহরে। এই পুকুরটি দখল, দূষণের বিষয়ে নেতৃস্থানীয় মহলের নিরবতায় কেমন যেন রহস্য লুকিয়ে আছে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এ পরিষ্কার বলা আছে, “অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুন না কেন, জলাধার হিসাবে চিহ্নিত জায়গা ভরাট করা যাইবে না।”প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী, কোনো পুকুর, জলাশয়, নদী, খাল ইত্যাদি ভরাট করা বেআইনি। আইনের ৫ ধারা অনুযায়ী, প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। কোনো ব্যক্তি এ বিধান লঙ্ঘন করলে আইনের ৮ ও ১২ ধারা অনুযায়ী পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণ আইন (২০১০ সালে সংশোধিত) অনুযায়ী, যেকোনো ধরনের জলাশয় ভরাট করা নিষিদ্ধ। এছাড়া ২০০০ সালের ২২ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন মুখ্যসচিব স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, “কোনো অবস্থাতেই খাল-বিল, নদী-নালা, পুকুর ও প্রাকৃতিক জলাশয়ের স্বাভাবিক গতি ও প্রকৃতি পরিবর্তন করা যাবে না। এমনকি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকালে খাল-বিল, পুকুর, নালাসহ প্রাকৃতিক জলাশয়/জলাধার বন্ধ করা যাবে না”। লামা নদী জলাশয় পুকুর ও পরিবেশ রক্ষা কমিটির নেতারা এই বিষয়ে প্রতিবাদে মুখরিত হচ্ছে। পুকুরটি উদ্ধারের দাবিতে যে কোনো সময় মানববন্ধনের মাধ্যমে রাজ পথে সরব হবে তারা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে এনে প্রয়োজনীয় উদ্যেগ গ্রহনের দাবি করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট