মোঃ রিপন শেখ ভাঙ্গার ফরিদপুর প্রতিনিধি.
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-৫/৩/২৪ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাস স্ট্যান্ডে মঙ্গলবার বিকেলে পার্ট ভর্তি ট্রাকে আগুন ধরে যায়। স্থানীয় জনতা ও ভাঙ্গা ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতিপূরী পরিমাণ ৮ থেকে ১০লক্ষ টাকা বলে জানিয়েছে পাট ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী হোগলা ডাংগী সদরদী নান্নু মিয়া জানায়, তার নিজ গুদাম থেকে ট্রাকে তিনশ’ মন পাট ভর্তি করা হয়েছিল। পাট ভর্তি ট্রাকটি প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকা সময় হঠাৎ ট্রাকে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এ-ই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায় , সকাল থেকে বিকেল পর্যন্ত নান্নু মিয়া গুদাম থেকে তার লিভাররা ট্রাকে তিনশ’ মন পাট ভর্তি করে।এসময় পাট ভর্তি ট্রাকটি প্লাস্টিকের ত্রিপল দিয়ে ঢাকা সময় হঠাৎ পার্টে আগুন ধরে গেলে পরে এলাকার জনতা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় কয়েক লক্ষ টাকার পার্ট আগুনে ধরে ক্ষয়ক্ষতি হয়েছে।এবং ট্রাকটি আগুনে ক্ষয়ক্ষতি হয়নি।