মোহাম্মদ আলী, নাচোল উপজেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, আন্তর্জাতিক নারী দিবস, দুর্যোগ প্রস্তুতি দিবস, গণহত্যা দিবস ও ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
অন্যন্যের মধ্যে থানার (তদন্ত) অফিসার ফরিদ আহম্মেদ, ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, নির্বাচন অফিসার জয়নুল আবেদীন, কৃষি সম্প্রসারণ অফিসার রায়হানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পৌরসভা, পল্লি বিদ্যুৎ, সাব-রেজিস্ট্রার, স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে দিবসগুলো পালনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সভায়, শেখ মুজিবের জন্মবার্ষিকী সহ বিভিন্ন দিবসে বঙ্গবন্ধুর মূড়ালে স্মৃতি চারণ, সকল শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান, পতাকা উত্তোলন, ক্রীড়া প্রতিযোগিতা, ডিসপ্লে পরিদর্শন, শিশুদের চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, দেশ উন্নয়ন, ইফতার মাহফিল, এবং বিভিন্ন খেলাধুলা নিয়ে আলোচনা করেন অতিথি বৃন্দরা।