মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি,
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রোম পট্টি গ্রামে বুধবার দুপুরে হতদরিদ্র ভ্যানচালক কিশোর মোরসালিন মিয়ার (১৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উক্ত গ্রামের মুনির মিয়ার পুত্র।গ্রামবাসী জানায়, গত ৩রা মার্চ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় মোরসালিন। সে ঐদিন ছিনতাইকারীদের কবলে পড়ে ভ্যানটি হারিয়ে ফেলে। ভ্যান হারিয়ে বাড়িতে আসলে পরিবারের লোকজন তাকে বকাঝকা করে। এতেই অভিমান করে বুধবার দুপুরে ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্মহত্যা করে সে ।থানার উপ পরিদর্শক শওকত জানায়, কিশোরের আত্মহত্যার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। পরিবারের অনাপত্তি থাকায় লাশ ময়না তদন্ত না করেই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।