পার্বত্য (বান্দরবান) লামা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীতা করার ঘোষনা দিয়েছেন মোঃ নাসির উদ্দিন। তিনি লামা ৩য় উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল এর ছোট ভাই। জাতীয় শ্রমিক লীগের লামা উপজেলা সভাপতি নাসির উদ্দিন সামাজিক, রাজনৈতিক অঙ্গনে একজন নিভৃতচারী মানুষ। সেই বিবেচনায় এবং মানুষের সেবা করার পারিবারিক ঐতিহ্যের পথ ধরে জনগনের সমর্থনও রয়েছে তার প্রতি। ‘উপজেলা পরিষদে চেয়ারম্যানের পরেই প্রধান প্রশাসনিক ব্যক্তি ভাইস-চেয়ারম্যান। তিনি চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে থাকেন।’ দায়িত্ব পালনের ক্ষেত্রে এই পদে একজন জনপ্রতিনিধির গুরুত্ব অনেক খানি। সেই জায়গা থেকে লামাবাসীও নাসির উদ্দিনকে ভাইস চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। জানাগেছে, ২য় দাপে আগামী ১১ মে লামা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে লামার সর্বত্রয় চায়ের কাপে ঝড় উঠেছে। পদ যাই হোক, নাসির উদ্দিন প্রার্থী হিসেবে হেভিওয়েট এক জন। এছাড়া বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন এই পদে আর নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। স্থানীয়রা মনে করেন, লামাবাসীর প্রাণপ্রিয় নেতা মরহুম ইসমাইল সাহেব এক অনন্য সাধারণ অভিভাবক ছিলেন লামাবাসীর জন্য। সকল শ্রেনির মানুষ ও এলাকায় মানব কল্যাণে বিদ্যমান সামাজিক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সারাজীবন স্মরণে রাখবে মরহুম আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল সাহেবকে। এ কারণেই মরহুমের ছোট ভাই নাসির উদ্দিন সবার কাছে অতি আপনজন হয়ে উঠেছেন। তাছাড়া দল মত নির্বিশেষে, সার্বজনীন অংশ গ্রহন, প্রতিনিধিত্ব করার যোগত্যতাও রয়েছে নাসির উদ্দিনের। সে অত্যান্ত মিশুক, সর্বত্রয় তার উৎফুল্ল সরব উপস্থিতির ফলে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়াও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আর কোনো প্রার্থীর নামও শুনা যাচ্ছে না। জানাগেছে, দলীয়ভাবে প্রার্থী মনোনয়নের কোনো সিদ্দান্ত নেই। ফলশ্রুতিতে আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান-২০২৪ এ হয়তো বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোঃ নাসির উদ্দিন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন বলে মনে করেন স্থানীয়রা।
জাহিদ হাসান,লামা(বান্দরবান)