মোঃ এনামুল হক .
গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসা লাইসেন্স ও নার্সদের কাগজপত্র সঠিক না থাকার কারণ সহ নানা অভিযোগে দুটি হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা এবং ১টি হাসপাতালকে সিলগালা করা হয়।
মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এলাকায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
শ্রীপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: আল মামুন, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা ও শ্রীপুর থানা পুলিশ এ অভিযানে অংশ নেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, আজকে কয়েকটি হাসপাতাল অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাইভেট হাসপাতাল গুলোর নানা অনিয়ম ও সঠিক কাগজপত্র না থাকায় ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে ও এইচ আর ইবনে সিনা হাসপাতালকে নার্সদের সঠিক কাগজপত্র না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় । অন্য একটি হাসপাতালে কাগজপত্র ঠিক ছিল। আমাদের অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে। যাদের সঠিক কাগজপত্র নেই, সেই অবৈধ ক্লিনিক গুলো বন্ধ করে দেওয়া হবে।
এই অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: আল মামুন।