শাহরিয়া সিমান্ত ;ঝালকাঠি :
গত ৭ ই মার্চ ২০২৪ ইং জাকের পার্টি কাঠালিয়া উপজেলা একটি মাহফিলের আয়োজন করেন।
কাঠালিয়া উপজেলা জাকের পার্টি সভাপতি মো: কামরুল ইসলাম এর সভাপতি তে মাহফিলের প্রধান অতিথি ছিলেন
জাকের পার্টি ঝালকাঠি জেলার ১ নং সহ সভাপতি জাকের পার্টি মনোনীত ঝালকাঠি সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো :জাকির হোসেন।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদিন বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের প্রবীণ আলেম, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাকের পার্টি কেন্দ্রীয় লামা ফ্রন্টের সংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ( রুহিপুর)
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক মারুফ হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক ফলিলুর রহমান নয়ন, জাকের পার্টি ঝালকাঠি সদর উপজেলার সভাপতি মো :দুলাল খলিফা, সাংগঠনিক সম্পাদক মিলন তালুকদার, রাজাপুর উপজেলা জাকের পার্টির সভাপতি মাইনুল ইসলাম মনির, ঝালকাঠি পৌরসভা জাকের পার্টি সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির,
জাকের পার্টি ছাত্র ফ্রন্ট ঝালকাঠি জেলার সহ দপ্তর সম্পাদক সাংবাদিক শাহরিয়া ইসলাম সিমান্ত সহ অন্যান্যরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মো :জাকির হোসেন বলেন আসছে আগামী ১ লা মে ফরিদপুর পাক দরবার শরীফের পীর বিশ্বলী খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছে : আ:) সাহেবের ওফাত স্মরণে মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উদযাপিত হবে। জাকের পার্টি চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী সাহেবের হুকুমে ফরিদপুর বাইসরসি স্পেলিং মিল মাঠে এই ফাতিয়া শরীফ উদযাপিত হবে। আপনাদের সকলের দাওয়াত রইলো।