আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি,
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস-২৪ইং উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর হতে ‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’স্লোগানে মুখরিত করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেনইনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা,নাইক্ষ্যংছড়ি।ত্রিরতন চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, নাইক্ষ্যংছড়ি।
আরমান ভুঁইয়া,উপজেলা নির্বাচন কর্মকর্তা,নাইক্ষ্যংছড়ি।নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি)।সানজিদা আক্তার রুনা, সভানেত্রী, যুব মহিলা লীগ,নাইক্ষ্যংছড়ি উপজেলা।সাইফুল এসআই( নি:)অফিসার ইনচার্জের প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি থানা প্রমুখ সহ সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।