এম মাহমুদ সন্দ্বীপ প্রতিনিধি।
নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি বলছেন আমার জীবনে আর কোন চাওয়া পাওয়া নেই, আমার ৫৩ বছর জীবনে সন্দ্বীপের মানুষ আমাকে ৩ বার এমপি নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠিয়েছে এবং জননেত্রী শেখ হাসিনা নৌ পরিবহন মন্ত্রনালয়ের সভাপতি নির্বাচিত করছে, জীবনে আমার আর কিছু চাওয়া নেই, আমার এখন চাওয়া একটি আমি যে কথা দিয়েছি সন্দ্বীপ কে শান্তির নীড় হিসেবে প্রতিষ্ঠা করবো আমি যে নৌ যাতায়াতের কথা বলেছি আমি সন্দ্বীপের সার্বিক উন্নয়ন নিয়ে কথা বলেছি আগামী দিনে আমি তা বাস্তবায়ন করবো এজন্য আমাকে কাজ করতে হবে সে কাজ আমি করবো, কারণ অতীতে কথা দিয়ে কথা রেখেছি এখনো কথা দিয়ে ভবিষ্যতে কথা রাখবো। এমপি মিতা ৭ মার্চ রাত ১০ টা হৃদয়ে দ্বীপবন্ধু স্মৃতি সংসদ (গাছুয়া) কর্তৃক আয়োজিত তৃতীয় বারের মত এমপি নির্বাচিত ও নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠান ও শর্টপিচ ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন, স্হানীয় আকবর হাটে সংগঠনের সভাপতি ও গাছুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আদনান জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউপি চেয়ারম্যান এস এস আনোয়ার হোসেন, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ও সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন প্রমুখ। ফাইনাল খেলায় গাছুয়া দাদন একাদশ কে পরাজিত করে কালাপানিয়া জুনিধন পাড়া চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে, খেলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।