মোহাম্মদ আলী, নাচোল উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে নেজামপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আল শহীদ জুয়েল এর সভাপতিত্বে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়াও উইনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন জনসাধারণের কাছে। এবং দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া চান ও ভোট প্রার্থনা করেন।