শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোনীত পরিকল্পনা প্রতিমন্ত্রী জননেতা এ্যাডভোকেট মোঃ শহীদুজ্জামান সরকার, এম,পি মহোদয়কে পত্নীতলার পক্ষ থেকে এক গণসংবর্ধনা দেওয়া হয় ।
শনিবার সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন – বিএনপি জামাত বিভিন্ন নির্বাচনে ষড়যন্ত্র করে চলছে, দেশী বিদেশী প্রভুদের ইশারা ইংগিতে বিএনপি জামাত এখনো ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, ভাতৃ সংগঠন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সরকারের নানা উন্নয়নমূখী পরিকল্পনায় সাধারণ জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। তাই সর্বস্তরের জনগণকে এর সুবিধাভোগে বহুমুখী পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ,
ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনা সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক সূধীজন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।