সময়ের উন্নয়ন ডেস্ক:-
“ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)”, লামা উপজেলা কমিটির পরিচিত সভায় বক্তারা বলেন,
‘পাহাড়কে অশান্ত করে পাহাড়ি বাঙ্গালী জাতিগোষ্ঠীকে অস্ত্রের মুখে রেখে চাঁদাবাজী খাবার লুন্টন করছে সন্তু গ্রুপ। তাদের দোসর কেএনএফ পার্বত্য ৯ উপজেলা নিয়ে পৃথক ভূখন্ড করার দু:স্বপ্নে মেতে উঠেছে।’ শনিবার সকাল ১০ টায় লামা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তারা আরো বলেন,
‘ইতোমধ্যে কেএনএফ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় দেশ প্রেমিক সেনা সদস্যসহ অনেকে প্রাণ হারিয়েছে। এই রক্তাক্ত অধ্যায়ের অবসান করতে হবে। এই রক্তস্রোত বন্ধের লক্ষে বর্তমান সরকার বিগত ১৯৯৭ সালে ২রা ডিসেম্বর সন্তু লার্মার সাথে চুক্তি করেছেন। কিন্তু সন্তু বাবু চুক্তির শর্ত ভঙ্গ করে প্রতারণা করে চলছেন। আমরা পাহাড়ে রাস্ট্র বিরোধী সকল সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার রয়েছি। আজকে পরিচিতি সভার এই কমিটি সরকারকে শান্তি শৃঙ্খলা রক্ষা করে উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে।
“পাহাড়ের সংঘাত বন্ধ করে সকল জাতি ঐক্যতান সম্প্রীতি বান্দরবান গড়ে তুলি” এই স্লোগানকে প্রতিপাদ্য করে, সাংগঠনিক পরিচিতি ও বান্দরবান জেলার সম্প্রতি চলমান পরিস্থিতি এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর উপর “ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)”, লামা উপজেলা কমিটি উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম প্রধানদের নিয়ে পরিচিতি ও কর্মী সভা করেছেন সংগঠনটি। পরিচিতি-কর্মি সভায় সভাপতিত্ব করেন, শ্রী: মং শৈ প্রু ত্রিপুরা- সভাপতি ইউপিডিএফ (গণতান্ত্রিক), লামা উপজেলা কমিটি। এর আগে তারা ১৭ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন করেন। কমিটি নিম্ন রুপ; ‘মংশৈ ত্রিপুরা- সভাপতি, মিটন ত্রিপুরা- সহসভাপতি, সাধারণ সম্পাদক প্রেম পং ম্রো, রশি চন্দ্র ত্রিপুরা, সহ-সম্পাদক মংপ্র থোয়াই মার্মা-সাংগঠনিক সম্পাদক, মেন রুম স্রো – সহ সাংগঠনিক সম্পাদক, উত্তম ত্রিপুরা- দপ্তর, সম্পাদক, রোজমনি ত্রিপুরা, সুকান্ত ত্রিপুরা, সত্য চন্দ্র ত্রিপুরা থং প্রে ম্রো সদস্য, গংগামনি ত্রিপুরা, পিতর ত্রিপুরা- সদস্য, পারিং ম্রো সদস্য, থোয়াইগ্যা ত্রিপুরা- সদস্য, হালিরাম ত্রিপুরা- সদস্য, জুয়েল ত্রিপুরা- সদস্য।