মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধি।০৯ মার্চ ২০২৪, শনিবার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের ইকবাল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেঢ় শতাধিক শিক্ষার্থী নয়টি গ্রুপে কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে। আয়োজনে ৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আয়োজনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আহসানুজ্জামান চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (সাচিব) দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মোঃ মমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দিনাজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ ফয়সাল হাবিব সুমন, দিনাজপুর পৌরসভার কাউান্সিলর মোঃ সানোয়ার হোসেন সারকার, ইকবাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিমা সুলতানা, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক রাজিউদ্দিন চৌধুরী ডাবলু, রাণী সংকৈল কলেজের সহযোগী অধ্যাপক মোছাঃ আফরিনা নাসরিন উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সদস্য সচিব মোঃ মোসাদ্দেক হোসেনের সদস্য সচিব মোঃ মোসাদ্দেক হোসেনের সঞ্চালনায় পৌর শাখার সভাপতি নুরুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহ্ আলম স্বপন, জেলা কমিটির সদস্য তুষার কান্তি চক্রবর্তী, খাদেমুল ইসলাম, গাজী সুলতান, জিলহজ্জ হোসেন, রুবাইয়া রাহি, মিনহাজ হোসেন ফাহিম, ফেরদৌস রহমান, আস্তারুল ইসলাম, সিফাত আজমাইন, মেহেদী হাসান ফুয়াদ উপস্থিত ছিল। প্রতিযোগিতায় নির্বাচিত ১৮ জন শিক্ষার্থী জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রিয় সভাপতি মিয়া মনসফ ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান লিটন স্বাক্ষরিত সনদ বিজয়ীদের প্রদান করা হয়।