মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় “স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্ততি সব সময়” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যেগ প্রস্ততি দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
রবিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বীরগঞ্জ পরিষদ মাঠ প্রাঙ্গনে দুর্যোগ মোকাবেলা কিভাবে করতে হয় তা ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ ফেরাজ আলী শিক্ষার্থীদের দেখান।ডিসপ্লে শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক অফিসার মোঃ সোহেল আক্তার, মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ শাখার এপি’র ম্যানেজার রুবার্ট কোমল সরকার, উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ।