জামাল উদ্দীন – কক্সবাজার,
বিজিবি’র রামু ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশীকালীন ১ জন আসামীসহ আনুমানিক ১কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (০৯ মার্চ) সকালে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি পিকআপ থামানো হয়।
এসময় চালক মোঃ রবিউল ইসলাম (২১), পিতা- মোঃ নুরুল ইসলাম, গ্রাম-সর্দারুপাড়া, ডাকঘর-দোহাজারি, থানা-চন্দানাইশ, জেলা-চট্টগ্রামকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক পাচারের কথা অস্বীকার করে।
পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে পিকআপ এর চেসিসের ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১,৮০,০০,০০০/- টাকা মূল্যের ৬০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য: ২,০২,০১,৫০০/- (দুই কোটি দুই লক্ষ এক হাজার পাঁচশত) টাকা।
এছাড়া পাচারে ব্যবহৃত পিকআপটির মূল্য ২২ লক্ষ টাকা বলে জানায় বিজিবি।
আটককৃত আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান