মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম ফকির (২০) নামে এক মোটরসাইকেল আরোহী চালক নিহত হয়েছে।মঙ্গলবার(১২ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস বিশ্বরোড গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর সদরদী মহল্লার মৃত্যুঃ কিবরিয়া ফকিরের পুত্র।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক আবদুল্লাহেল বাকি জানান, নিহত মোটর সাইকেল চালক ভাঙ্গা- ঢাকা জাতির পিতা শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়েতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিং এ সঙ্গে তার ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।