এম মাহমুদ সন্দ্বীপ,প্রতিনিধি।।
সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে ২০ পিস ইয়াবাসহ মোঃ আরমান(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।
সোমবার ১১ মার্চ সন্ধা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মোঃ আরমান(২৮) মুছাপুর ২ নং ওয়ার্ড সরদার বাড়ীর মোঃ আশ্রাফ এর ছেলে।
জানা গেছে এস.আই জয়নুল ও তার সঙ্গীয় ফোর্সসহ এনাম নাহার মোড়ে গতকাল সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে মোবাইল-০১ ডিউটি করার সময় , গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মুছাপুর ইউনিয়নে ০১নং ওয়ার্ড আমন্দের গো বাড়ীর মোস্তফা প্রকাশ মোস্তান এর ঘরের উঠানে স্থানীয় জনসাধারণ একজন মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করে, উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাক্ষী ও স্থানীয় জনসাধারনের সম্মুখে মোঃ আরমান(২৮) কে আটক করে।আটক হওয়া মো: আরমান তার প্যান্টের ডান পকেট হইতে সাদা পলিথিনে মোড়ানো ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট নিজ হাতে পুলিশকে বের করে দেয়।
স্থানীয় জনসাধারন আরমাকে কে আটক করতে পারলেও আরেককে ধরকর সময় সে পালিয়ে যায়, পালিয়ে যাওয়া আসামি মোঃ শিপন এর বাড়ি মুছাপুর ০১নং ওয়ার্ড (আমন্দের বাড়ী),তিনি মোঃ মোস্তফার ছেলে। এবিষয়ে মঙ্গলবার সন্দ্বীপ থানায় ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-০৪।
সন্দ্বীপ থানার সাব-ইন্সপেক্টর মোবারক হোসেন মামলাটি তদন্ত করবেন।
বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানার পর আমাদের পুলিশ সদস্যরা এ ইয়াবা ব্যাবসায়ীকে ধরতে সক্ষম হয় এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও নজরাধীন আছে।