সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এক যুবক
ফাঁসিতে আত্মহত্যা করেছে স্হানীয় মেম্বার মোঃ সোহেল জানায়,বাড়বকুন্ড ৭ নং ওয়ার্ডে ভাড়া ঘরে মোঃ শাহদাৎ হোসেন (২৫) নামে এক যুবক আজ মঙ্গলবার সারাদিন দরজা না খোলায় আশে পাশের লোকদের সন্দেহ হয়,লোকটি সারাদিন দরজা খুরেনা কেন, ১২ মাস রাত ১০ টায় তার ঘরের দরজায় আওয়াজ করলে ভিতর থেকে কোন সারা শব্দ না পেয়ে মেম্বার কে জানালে মেম্বার সোহেল পুলিশ কে জানায়,পুলিশ রাত ১১ টায় এসে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখেন শাহদাৎ বাতরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে,লাশ কিছুটা ফুলা ধরেছে,ধারনা করা হচ্ছে সোমবার রাতে বা আজ মঙ্গলবার সকালে সে আত্মহত্যা করে। এর পর পুলিশ লাশের সুরতহাল তৈরী করে লাশ থানায় নিয়ে যায়। শাহদাৎ বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ড হাতি লোটা গ্রামের মানিক মিয়া চৌকিদারের ছেলে।
হাতিলোটা ওয়ার্ডের মেম্বার জহির জানায়,শাহদাৎ একটি কলেজ পড়ুয়া মেয়েকে ভালবেসে বিয়ে করে, তার এই বিয়ে পরিবার মেনে নেয়নি,তাই সে একই ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এসে ভাড়া ঘরে থাকে,তবে তার স্ত্রী তার সাথে থাকেনা,সে তার বাবার বাড়ীতেই থাকেন,তবে কলেজ শেষে মাঝে মধ্যে তার সাথে দেখা করে যান,এসে কযেক ঘন্টা অবস্হান করে আবার চলে যান।আমে পাশের লোকদের থেকে জানা য়ায়,শাহদাৎ অর্থঅভাবে হতাশায় ছিল,তাছাড়া বিয়ে মেনে না নেয়ায় মা বাবার একমাত্র সন্তান হিসেবে অভিমান ও ছিল,সব মিলে হয়তো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে বিষয়টি খুব বেদনাদায়ক বলে মেম্বার সোহেল জানায়।