1. live@www.dainiksomoyerunnayan.com : news online : news online
  2. info@www.dainiksomoyerunnayan.com : দৈনিক সময়ের উন্নয়ন :
  3. mdzahidlama@gmail.com : zahid Hasan : zahid Hasan
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার সিইসিসহ চার কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট বান্দরবানে ড. এফ. দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) এঁর রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটনের দাবীতে উত্তাল পার্বত্য জনপদ উপনিবেশিক-অসাংবিধানিক ১৯০০ সালের শাসনবিধি আইন বহাল রাখার ষড়যন্ত্র প্রতিরোধে পিসিএনপি রাজপথে নামবে লামায় স্ত্রী হত্যা চেষ্টার অভিযোগে আব্দুর রহিম জেলে পাহাড়ে বৈষম্যের কোটা বাতিলের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি লামায় দুর্দর্শ ডাকাতি, দু’বোনের শ্লীলতাহানি বিবর্ণ পাহাড়ে সবুজ বিপ্লব বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল কোয়ান্টাম ফাউন্ডেশন কোয়ান্টামম আরোগ্যশালায় বিশ্ব মেডিটেশন দিবসে দেড় সহস্রাধিক ধ্যানীর সমাগম বান্দরবানের সাংসদকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে কাজী মুজিব এঁর বিবৃতি

দুই কোটি টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

 

নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলা ও থানা সদর, মালবাগডাঙ্গা (বিলাত মন্ডলের টোলা), এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বজলুর রহমান (৪৭)।

র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় যে, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল আজ ১৩ মার্চ রাত সোয়া ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ও সদর থানাধীন মালবাগডাঙ্গা (বিলাত মন্ডলের টোলা) নামক এলাকায় অপারেশন পরিচালনা করে হেরোইন-২০০০ গ্রাম, মোবাইল-০১টি, সীম-০১টি, পলিপ্যাক-৩০টি উদ্ধারসহ মাদক ব্যবসায়ী বজলুর রহমানকে গ্রেফতার করা হয়।

ঘটনার বিবরণে র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মালবাগডাঙ্গা (বিলাত মন্ডলের টোলা) গ্রামস্থ মাদক ব্যবসায়ী বজলুর রহমান পিতা-মৃতঃ আবুল হোসেন এর বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

উক্ত সংবাদ পাওয়া মাত্রই চাঁপাইনবাবগঞ্জ জেলার ও সদর থানাধীন মালবাগডাঙ্গা (বিলাত মন্ডলের টোলা) গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোঃ বজলুর রহমানের বসত বাড়িতে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে একজন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে বাড়ির বাহির আঙ্গিনা হতে র‌্যাবের টিম তাকে হাতে নাতে আটক করে এবং অপর একজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের টিম ধৃত আসামীর বসত বাড়ি পূর্ব দূয়ারী ছাদপাঁকা বিশিষ্ট একতলা বিল্ডিং বাড়ীর সিড়ি ঘরের মধ্যে উপরাংশে বাঁশ ও কাঠের তৈরী মাচাং এর উপরে পুরাতন বস্তা ও পরিত্যক্ত জিনিসপত্রের নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে।

ধৃত আসামী জানায় যে, তার বাড়ী সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাদে অপর অজ্ঞাতনামা একজন মাদক ব্যবসায়ীসহ পরস্পর যোগসাজসে ভারতীয় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে অজ্ঞাত আসামীর সহায়তায় নদী পার করে বুদ্ধি-পরামর্শ করতঃ তার নিজ বসতবাড়ীতে বিক্রয়ের উদ্দেশ্যে লুকায়িত অবস্থায় মজুদ রেখেছিল।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট