মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে ভূট্টা ক্ষেত থেকে রিপা নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার দুপুর ১২ টার দিকে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের চকরঘু গ্রামের এক ভূট্টা ক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করে বীরগঞ্জ থানা পুলিশ।
মৃত রিপা আক্তার (২৫) উপজেলার মরিচা ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের রুবেল ইসলামের স্ত্রী। রুবেল ইসলাম ঢাকা গাজীপুরে লিরিক ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিঃ পূর্ব মৌচাক, চাবাগান রোডের গার্মেন্টসে কর্মরত ছিলেন।
সাতোর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ আব্দুল আজিজ জানান, গত শবে বরাতের দিন মায়ের সাথের দুলাভাই সাতোর ইউনিয়নের গড়পাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ ওবাইদুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে রিপা। এরপর গত শনিবার থেকে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর তার খোঁজ চেয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। বুধবার দুপুরে নিজ ভূট্টা ক্ষেতে পানি দিতে এসে চকরঘু গ্রামের মৃত মসর উদ্দীনের ছেলে মোঃ মোকলেছুর রহমান ড্রেনের পাশে মরদেহটি দেখতে পায়। স্থানীয়রা ধারণা করছেন, ধর্ষনের পর ওই নারীকে হত্যা করে ভূট্টা ক্ষেতে ফেলে পালিয়েছে । তবে ওই নারীর স্বামী মোঃ রুবেল ইসলাম জানান, তার স্ত্রী রিপা দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি আরও জানান, গত শনিবার থেকে রিপা নিখোঁজ হয়। তাঁকে অনেক খোঁজাখুঁজি করা হয়। স্ত্রীর মৃত্যুর খবর পেয়েই আজকেই ঢাকা থেকে এসেছেন তিনি।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, মৃত রিপার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। মরদেহের পাশে দুইটি বিষের বোতল, দুই কানে হেড ফোন সহ বুকের ভিতর থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত রিপা মানসিক রোগী ছিলেন বলে পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, নিখোঁজ হওয়ার আগে প্রায় আত্মহত্যার কথা পরিবারের কাছে বলতেন রিপা।
ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান,
এসআই শেখ ফরিদ কে এই মামলার তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।