মোঃ রিপন শেখ ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরের ভাঙ্গায় বৃহস্পতিবার ভোরে ঢাকা- বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী বাস স্ট্যান্ডে তরমুজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তরমুজ বোঝাই ট্রাকটি রাস্তায় পাশে উল্টে খাদের পড়ে যায়। অন্যদিকে অপর ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে এবং বিপুল পরিমাণ তরমুজ নষ্ট হয়েছে।আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ সরোয়ার হোসেন (৪০)। অপরজন অজ্ঞাত ( ৩৮)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ খাইরুল আনাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বরিশালের দিক থেকে আসা তরমুজ বোঝাই ট্রাকটি পূর্ব সদরদী স্ট্যান্ডে পৌছুলে ফরিদপুর থেকে বরিশালগামী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। চালক সহ দুই জন কে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।