মোঃ শাহজাহান কবির ,পঞ্চগড় জেলা প্রতিনিধি।।
বুধবার (১৩ মার্চ) বিকেলে ইয়ারজানের গ্রামের বাড়ি পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের খোপড়াবান্দি গ্রামে যান পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম সেখানে গিয়ে তারা ইয়ারজানের বাবা-মায়ের সঙ্গে কথা বলে তুলে দেন আর্থিক অনুদান হিসেবে নগদ অর্থ ও ইফতার সামগ্রী। উপহার সামগ্রী নিয়ে জেলা প্রশাসকের এমন আগমনে আনন্দিত ইয়ারজানের বাবা ও মা। মেয়ের জন্য সবার কাছে দোয়া চান তারা।জেলা প্রশাসক মহোদয় গণমাধ্যমকে বলেন, দুই দিন আগে নেপালের মাঠে সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন ইয়ারজান বেগম। তার এই সাফল্য যেমন আনন্দিত করেছে। তেমনি তার পরিবারের কঠিন দারিদ্রতা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আমরা এখানে এসে সাফজয়ী গোলরক্ষক ইয়ারজানের মা-বাবা ও তার আত্বীয়-স্বজনের সঙ্গে কথা বলে বুঝেছি তারা আসলেই খুবই গরিব। দারিদ্রতার ভেতর লড়াই করে ইয়ারজানের সাফল্য আমাদেরকে ভাবিয়েছে। তাই আমরা জেলা প্রশাসনের এর পক্ষ থেকে উপহার হিসেবে কিছু নগদ অর্থ ও রমজানের ইফতার সামগ্রী এনেছি।জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম ইয়ারজানের পরিবারের যতটুকু সমস্যা রয়েছে সমাধানে কাজ করে যাব। এর পাশাপাশি এই সম্ভাবনাময় যে মুখগুলো আছে তাদের পাশে অন্যরাও এগিয়ে এলে দেশের ক্রীড়াক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে পারব।