জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।এতে ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সোয়া ২টার দিকে নান্দাইল পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুনের এ ভয়াবহ ঘটনা ঘটে।
নান্দাইল ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম জানান রাত সোয়া ২টার দিকে পৌর বাজারের স্বর্ণপট্টিতে আগুন লাগে। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টেসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুল কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আবদুল মতিন মীরের স্বর্ণ দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিন হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে ফলের দোকানের মালিক সুমন মিয়া জানান আগুনে তার দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন এই দোকানটাই আমার সম্বল ছিল। আমি এখন নিঃস্ব।
আগুনে পুড়ে যাওয়া একটি জুয়েলারি দোকানের মালিক দবির উদ্দিন বলেন, আমি ব্যবসায়িক কাজে কিশোরগঞ্জ গিয়েছিলেন। খবর পেয়ে ভোর চারটার দিকে এসে দেখি আমার সবই কিছুই শেষ হয়ে গেছে।
লিডার রেজাউল করিম আরো বলেন, বাজারের অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২ টি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুন লাগলো বা কি পরিমান ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নান্দাইল বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা, সহমর্মিতা ও সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আরসিডিএস পিএসসি মহোদয়।
ক্ষতিগ্রস্তদের সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য তিনি দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন।