ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি।
ফরিদপরের ভাঙ্গায় আলমগীর শেখ ও মহির শেখের বাড়িতে গভীর রাতে শাবল দিয়ে মাটি খুড়ে চুরির অভিযোগ পাওয়া গেছে।গত শনিবার দিবাগত রাত্রে এ ঘটনা ঘটেছে।উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে মহির শেখ ও আলমগীর শেখের বাড়িতে গভীর রাতে দেশী অস্ত্র শাবল দিয়ে ঘরের দাওয়ার মাটি খনন করে চোর সদস্যরা ঘরে ঢুকে মালা মাল সহ অর্থ নিয়ে গেছে।গৃহকর্তা মহির শেখ বলেন, রাত আনুমানিক দুইটার দিকে আমাদের ঘরের দাওয়ায় সিধ কেটে চোরের দল ঘরে ঢুকে।তখন আমার ঘরে লাইট জ্বালানো ছিল। আমার স্ত্রী জেগে ছিল।সে চোর চোর বলে চিৎকার করে উঠলে আমার মেয়ে বলে মা তুমি স্বপ্ন দেখেছো। আসলে কোন চোর ঘরে ঢোকেনি। এদিকে চোরের দল ঘরে রাখা একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইরে চলে যায়। পরে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়। তবে তারা চোরদের ধরতে পারেনি। সকালে খুঁজতে খুঁজতে একটি জঙ্গলের মধ্যে ভ্যানিটি ব্যাগটি পাওয়া যায় । ব্যাগের মধ্যে কোন টাকা পয়সা ছিলনা । একই রাতে উক্ত ঘটনার পর একই এলাকায় আলমগীর শেখের বাড়িতে একই পদ্ধতিতে চোরেরা সিধ কেটে ঘরে প্রবেশ করে। সেখান থেকে গৃহকর্তা আলমগীর শেখের জামার পকেটে থাকা পনেরশত টাকা সহ তার জামাটি নিয়ে চোরেরা পালিয়ে যায়। সকালে তার জামাটি বাড়ির পাশের রাস্তায় ফেলানো অবস্থায় পাওয়া যায়। একই রাতে একই এলাকায় দুটি চুরির ঘটনায় এলাকার আলোড়ন সৃষ্টি হয়েছে।