1. live@www.dainiksomoyerunnayan.com : news online : news online
  2. info@www.dainiksomoyerunnayan.com : দৈনিক সময়ের উন্নয়ন :
  3. mdzahidlama@gmail.com : zahid Hasan : zahid Hasan
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার সিইসিসহ চার কমিশনারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট বান্দরবানে ড. এফ. দীপংকর মহাথের (ধুতাঙ্গ ভান্তে) এঁর রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটনের দাবীতে উত্তাল পার্বত্য জনপদ উপনিবেশিক-অসাংবিধানিক ১৯০০ সালের শাসনবিধি আইন বহাল রাখার ষড়যন্ত্র প্রতিরোধে পিসিএনপি রাজপথে নামবে লামায় স্ত্রী হত্যা চেষ্টার অভিযোগে আব্দুর রহিম জেলে পাহাড়ে বৈষম্যের কোটা বাতিলের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি লামায় দুর্দর্শ ডাকাতি, দু’বোনের শ্লীলতাহানি বিবর্ণ পাহাড়ে সবুজ বিপ্লব বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল কোয়ান্টাম ফাউন্ডেশন কোয়ান্টামম আরোগ্যশালায় বিশ্ব মেডিটেশন দিবসে দেড় সহস্রাধিক ধ্যানীর সমাগম বান্দরবানের সাংসদকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে কাজী মুজিব এঁর বিবৃতি

লামায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

সময়ের উন্নয়ন ডেস্ক:- লামায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ এর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন, পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মিল্কিরানী দাশ, সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম শেখ, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আজ ১৭ মার্চ, জাতীয় শিশুদিবস। ১৯২০ সালের এইদিনে জন্ম হয় এশিয়ার লোহ মানব হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্বের সকল জাতির কাছে মার্চ শুধু বছরের তৃতীয় একটি সাধারণ মাসের নাম। কিন্তু বাঙালির কাছে মার্চ অনন্য অসাধারণ একটি মাস। বীর বাঙ্গালীর ফিনিক্স পাখির মতো জেগে উঠার মাস এটি। বাঙালির জীবনে আজ নানা কারণে মার্চ মাস অন্তর্নিহিত শক্তির এক উৎস। এটা অগ্নিগর্ভ উত্তপ্ত মাস, প্রতিবাদের মাস, প্রতিরোধের মাস, স্বাধীনতার মাস, রক্তিম মার্চ, আগুন হাওয়ার মার্চ, অগ্নিস্ফুর্লিঙ্গের মার্চ, সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠার মার্চ। এই মার্চ আবহমান বাঙালির বীরত্ব গাথার মর্মবেদনার মাস। এই মার্চ বীরের রক্ত স্রোত, মাতার অশ্রুঝরার মাস। এই মার্চ ’৭১-এ বাঙালিরা হানাদার বর্বর পাকিস্তানি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে হাত মুষ্ঠিবদ্ধ করে মাথা তুলে দাঁড়িয়েছিল। এই মার্চ অসহযোগ আন্দোলনের মাস- বাঙালির ভবিষ্যৎ নিয়ে কথা বলার মাস। মার্চ বাঙালির স্বপ্ন দেখার ইচ্ছার মাস। এই মার্চ বাঙালির স্বাধীনতার অস্তমিত সূর্য পুনরুদ্ধারের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার মাস। এই উত্তপ্ত মার্চে জনমহাসমুদ্রে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, শতাব্দীর মহাপুরুষ বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পৃথিবী কাঁপানো ভাষণের টগবগে রক্তে আগুন জ্বলা বজ্র কণ্ঠে উচ্চারণ করলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” উত্তাল ৭ মার্চে মাত্র ১৯ মিনিটের এই পৃথিবী কাঁপানো বজ্রকণ্ঠের ঐতিহাসিক জ্বালাময়ী ভাষণ ছিল বাঙালির হাজার বছরের আবেগ, হাজার বছরের স্বপ্নের বাণী। মহা কবির মহাকাব্যে বাঙ্গালীর হাজার বছরের আকাঙ্ক্ষার প্রতিফলন- যা ছিল বাঙালিকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা। আসুন মার্চের এই দিনে আমরা ভবিষ্যৎ প্রজন্মের নিরাদ, বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গিকার করি। আমরা অঙ্গিকার করি ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীন ভৌমে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত উপড়ে ফেলার।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট