মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইয়াসিন বেপারী (২৬) মারা গেছেন। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া -ঘোষ গ্রাম আঞ্চলিক সড়কের ঘোষগ্রাম বটতলা নামক স্থানে সোমবার (১৮ মার্চ) সকাল সোয়া দশটার দিকে।নিহত ইয়াসিন বেপারী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের আব্দুস সালাম বেপারীর ছেলে।নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল দশটার দিকে আজিমনগর ইউনিয়নের ঘোষগ্রাম গ্রামে ফুফুকে দেখতে যাওয়ার কথা বলে ইয়াসিন বেপারী সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হন। পরে সকাল সোয়া দশটার দিকে ঘোষগ্রাম এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আজিমনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ব্রাহ্মণপাড়া গ্রামের বাসিন্দা সামসুল আলম শিকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।এবংঅপরদিকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে ভাঙ্গায় বাসচাপায় নয়ন হোসেন (২৭) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ( ১৮ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজার বাসস্ট্যান্ড এলাকায় নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত নয়ন হোসেন নড়াইল জেলার কালিয়া থানার খররিয়া গ্রামের মো. মনোয়ার হোসেনের পুত্র।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জগামী বিআরটিসি পরিবহনের একটি বাস ( ঢাকা মেট্রো -ব-১৫ -৫৬৭০) মুনসুরাবাদ এলাকায় নড়াইল থেকে ঢাকাগামী রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।দূর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি ভাংগা হাইওয়ে থানা হেফাজতে আছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।এবং আইন শৃঙ্খলা মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।