সময়ের উন্নয়ন ডেস্ক:-
লামায় অবৈধভাবে গাছ আহরণের কাজে ব্যবহৃত হাতিসহ একজনকে গ্রেফতার করেছেন প্রশাসন। বান্দরবান জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, এঁর নির্দেশে লামা উপজেলা প্রশাসন ও বন বিভাগ অভিযান চালিয়ে হাতিটি আটক করেছে। শনিবার ২৩ মার্চ প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান চালায়। নেতৃত্ব দেন প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং ও লামা বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল। সাথে ছিলেন লামা সদর রেঞ্জ অফিসার আতা ইলাহী ও ডলুছড়ি রেঞ্জ অফিসার রেজাউল ইসলাম। জানাযায়, সরই ইউনিয়নের লেমুপালং মৌজার লেমুঝিরি হতে অবৈধভাবে গাছ পরিবহনে ব্যবহৃত একটি পালক হাতিসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছেন। এ ব্যাপারে লামা বনবিভাগ কতৃক সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করেন। ধৃত আসামীকে কোর্টে চালান করা হয়। আটক হাতিটি ডুলহাজারা সাফারি পার্কের জিন্মায় প্রেরন করেছেন লামা বন বিভাগ। হাতিসহ ধৃত আসামী স্বীকারোক্তি দিয়েছে, ‘হাতিটি মোর্শেদ এর’।
সূত্রে প্রকাশ, লামা উপজেলা সরই ইউনিয়নের লেমুপালং মৌজায় লেমুপালং ঝিরিতে সরকারি অশ্রেণিভুক্ত জায়গার গাছ কেটে একটি চক্র হাতিদ্বারা পরিবহন করছেন মর্মে প্রশাসনের কাছে তথ্য রয়েছে।জানাযায়, চট্টগ্রাম জেলা লোহাগাড়ার বাসিন্দা জনৈক মোর্শেদ এর লোকজন সেখানে সরকারি পতিত ভূমি থেকে প্রাকৃতিক বনের গাছ কেটে হাতি দিয়ে পরিবহন করে আসছে। বিষয়টি বান্দরবান জেলা প্রশাসনের নজরে যায়। এই প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে বনবিভাগসহ প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে।