জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি।
প্রধানমন্ত্রীর অনুশাস এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক এর এর নির্দেশনা অনুযায়ী ২৬ মার্চ-২৪(মঙ্গলবার)বিকাল ৪ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টেকনাফ ব্যাটালিয়ন সদরের ২ নং জিপি গেইট সংলগ্ন অডিটোরিয়াম চত্বরে টেকনাফ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ ( বিজিবি এমএস)সীমান্তবর্তী দুই শত অসহায় ও দুঃস্থদের মাঝে উন্নতমানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অধিনায়ক বলেন,পবিত্র মাহে রমজান সংযমের মাস এবং এ মাসে ধনী-গরিব সবাইকে সংযমের পাশাপাশি বাতৃত্ববোধের শিক্ষা দেয়।সবার সাথে ইফতার ভাগ করে নেওয়াটা অত্যন্ত আনন্দের। বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে।ভবিষ্যতে এর ধারাবাহিকতা অব্যাহত রাখবে। এ সময় দুঃস্থ হতদরিদ্র মানুষ এবং বিজিবি’র বিভিন্ন পদের সদস্য ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।