সময়ের উন্নয়ন ডেস্ক:-
লামা উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায়, লামা বাজারের পাবলিক পুকুরটি দূষণ দখল মুক্ত করার জন্য জোরালো বক্তব্য দেন। ২৭ মার্চ বুধবার বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌং বলেন, পুকুর জলাশয় সংরক্ষণে মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে। তাছাড়া স্থানীয় বাসিন্দারা আগের মতন পানি ব্যবহারসহ পুকুরটির সুফল পাওয়ার জন্যেই দখল দূষণের কবল থেকে মুক্ত করা হবে। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, এখন শুস্ক মৌসুম জুমে আগুন দেয়ার ব্যপারে সবাই সজাগ থাকতে হবে। ফায়ার সার্ভিস ইনচার্জ আবদুল্লাহ বলেন, পানির উৎসগুলো সংরক্ষণ করতে হবে। সবাইকে প্রাথমিকভাবে অগ্নি নির্বাপণ সরঞ্জাম ও ফায়ার সার্ভিসের মোবাইল নম্বর রাখার অনুরোধ জানান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ বলেন, বাজার পুকুরটি দখল দূষণ মুক্ত করে পানির মজুদ নিশ্চিত ও জীবন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শহরে একটি ডিজিটাল টাউন হল নির্মাণ বরাদ্দ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সহসায় এর কাজ শুরু হবে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এলাকায় বিভিন্ন উন্নয়নকর্মকাণ্ড বাস্তবায়ন হয়েছে চলমান রয়েছে অনেক কাজ। সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে মর্মে প্রতিবেদনে ওসি শামীম শেখ বলেন, গত মাসে মামলা হয়েছে ৮টি। চলতি মাসে ৬ টি মামলা হয়। সার্বিক বিবেচনায় আইন শৃঙ্খলা ভালো। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, হাতির কারণে আমাদের মানুষ জানমালের ক্ষতি হচ্ছে। গাছ পরিবহনে ব্যবহৃত হাতিগুলোর মালিক চিহ্নিত করতে হবে। রমজানের শেষ কদিনে আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। গ্যাস সিলিন্ডারের মেয়াদ জানার তাগাদা দেন। বিক্রির অনুমোদন আছে তিনটি। বিক্রি হচ্ছে শত জায়গায়। যানজট মুক্ত রাখতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা দরকার। তিনি আরো বলেন, প্রভাবশালী কিছু মানুষ স্থানীয় মানুষের জমি কেড়ে নিচ্ছে। স্থানীয় মানুষের বিরুদ্ধে কোম্পানিগুলোর দেয়া মামলা নেয়ার আগে ভালো করে বুঝে মামলা নিতে হবে বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন প্রেসক্লাব সেক্রেটারী, উপজেলা পরিমদের ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দাপ্তরিক প্রধানগন। সভায় বিভাগীয় প্রধানগন সরকারি উন্নয়ন কাজের মাসিক অগ্রগতি ও সরকারের পরপত্র সংক্রান্ত প্রতিবেদন প্রদান করেন।