সময়ের উন্নয়ন ডেস্ক:-
লামায় অকটেন দোকান ঘেঁষে ওয়েল্ডিং ওয়ার্কশপ। আগুনের ফুল্কি ছড়িয়ে ভয়াবহ দুর্ঘটনা – ইয়াংছা ট্রাজেডির আশঙ্কা করছেন সাধারণ মানুষ। লামা বাজারে লামা সুয়ালক সড়কের ফাজিল মাদরাসা সংলগ্নে নুরুল আমিনের ওয়েল্ডিং ওয়ার্কশপের পাশে রয়েছে বারো আওলিয়া ওয়েল এজেন্সি-ডিজেল অকটেনের দোকান। ওয়েল্ডিং ওয়ার্কশপে প্রধান সড়কের উপর রাতদিন ঝালাইয়ের কাজ হয়। এতে পথচারীদের অসুবিধাসহ পার্শ্বস্থ অকটেন, ডিজেলে বৈদ্যুতিক শর্টস সার্কিটের আগুন ছড়িয়ে পড়তে পারে। সোমবার সন্ধায় কয়েকজন পথচারী এ বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। পথচারীরা জানান, ওয়েল্ডিং ওয়ার্কশপের শ্রমিকরা প্রধান সড়কের উপর জীপ, ট্রাক দাড় করিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করছে। যার ফলে যাতায়াতে বিঘ্ন ঘটে সড়ক ও অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি কর্তৃপক্ষ নজরে এনে এতদ সংক্রান্ত্র আইনি হস্তক্ষেপ কামণা করেছেন পথচারীরা।