জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধি।।
ময়মনসিংহ নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়ন মৎস্যজীবীলীগের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার বিকেলে শেরপুর ইউনিয়নের পাঁচরুখী বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মৎস্যজীবীলীগের ইউনিয়নের আহ্বায়ক রফিকুল ইসলাম লিটনের সভাপতিত্বে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আব্দুল মোতালিব ভূইঁয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা মৎস্যজীবীলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও শেরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান খান বাদল।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ১০ নং শেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আলী খোকন, আওয়ামী লীগ নেতা দ্বীন ইসলাম দিলু,শেরপুর ইউনিয়ন মৎস্যজীবীলীগের যুগ্ম আহ্বায়ক আলম, যুগ্ম আহ্বায়ক আনোয়ার,শেরপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক বাদল,যুগ্ম আহ্বায়ক শ্যামল,যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন,শেরপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম, সদস্য সচিব রফিকুল ইসলাম রুবেল,শেরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আকরাম, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন সুমনসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ ও মাননীয় পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি মহোদয়ের জন্য সুস্থতা-দীর্ঘায়ু কামনা এবং নেতা-কর্মীদের সুস্থতা দোয়া কামনা করা হয়।