লামা প্রতিনিধি।
লামায় ত্রিশ বছরের পুরাতন পাবলিক রিংওয়েল ভেঙ্গে দোকান নির্মানের অভিযোগ উঠেছে। লামা সদর ইউনিয়নের বইল্যার চর বাজারে সরকারিভাবে করা পানির চলমান উৎসটি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মৌসুমের এই সময়টা সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। অপরদিকে বৈশাখের তাপ দাহ জনজীবন যেই মূহুর্তে তৃষ্ণার সন্ধানে ছুটছে তার। ঠিক সেই মূহুর্তে এই ধরণের স্বার্থান্ধ ও বেআইনি কর্ম মোটেও কাম্য হতে পারে না। এই গরমে মানুষ পানি না পেয়ে হাহাকার করছে। সেখানে লামা সদর ইউনিয়নের বৈল্যারচর বাজারের পাশে ৩০ বছরের ব্যবহৃত রিংওয়েল ভেঙ্গে দোকান করছে হাসনা আক্তার নামে এক মহিলা। ২০ এপ্রিল শনিবার এই নির্মম কাজ হচ্ছে বলে জানাযায়। বাজারের সবাই এই রিংওয়েলের পানি ব্যবহার করে আসছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও লামা সদর ইউপি চেয়ারম্যান এর দৃষ্টি আকর্ষণ করছে বইল্যার চর বাজার বাসী। স্থানীয়রা জানান, জীবনবান্ধব এই পানির উৎস রিংওয়েলটি ধ্বংসের হাত থেকে রক্ষায় এখনই প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনা প্রয়োজন।