সময়ের উন্নয়ন ডেস্ক:-
অবৈধভাবে পরিবহনকালে বালু ভর্তি ট্রাক আটক করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন লামা উপজেলা প্রশাসন। ২০ এপ্রিল রাতে লামা ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি পয়েন্ট থেকে পরপর দু’টি বালু ভর্তি ট্রাক আটক করে নিয়ে আসে প্রশাসন। লাইন ঝিরির বাসিন্দা মোঃ রাসেল নামের একজন এই বালু পরিবহন ও বিক্রি করেন বলে জানাগেছে। সূত্রে জানাযায়, কয়েকদিন আগে একটি বালুর ট্রাক চ্যালেঞ্জ করেন প্রশাসন। সে সময় রাসেল স্বীকার করেন এই বালু তার অধিনে পরিবহন হচ্ছে এবং বৈধতা আছে। ওই সময় প্রশাসন ট্রাক গাড়ির কাগজ জব্দ করে; পরবর্তীতে বালু পরিবহনের বৈধ কাগজ প্রদর্শনপূর্বক গাড়ির কাগজ ছাড়িয়ে নেয়ার মৌখিক অঙ্গিকার করে রাসেল। অভিযোগ রয়েছে, পক্ষকাল অতিক্রম হলেও রাসেল বালুর কোনো বৈধ কাগজ দেখাতে পারে নাই। ২০ এপ্রিল রাতে আবারো সে দু’টি ট্রাক ভর্তি করে বালু নেয়ার সময় আটক করেন প্রশাসন।২২ এপ্রিল মাটি ব্যবস্থাপনা আইনে এক লাখ টাকা জরিমানা দিয়ে গাড়ি দু’টি ছাড় পায়।