সময়ের উন্নয়ন ডেস্ক:-
পার্বত্য (বান্দরবান) লামা রুপসিপাড়া ইউনিয়ন নাইক্ষ্যংমূখ রাজাপাড়া থেকে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে জনতা। স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানাযায়, আজ ২৬ এপ্রিল দুপুরে নাইক্ষ্যংমুখ বাজারে সশস্ত্র তিনজন সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয় ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজব করার সময় ঐক্যবদ্ধ জনতা ঘিরে ফেলে। এ সময় দু’জন পালিয়ে যায়।স্থানীয়রা দাওয়া করে একজন ত্রিপুরা যুবককে দেশীয় একনলা বন্দুকসহ ধরতে সক্ষম হয়। ধৃতের নাম জুয়েল ত্রিপুরা (২৮)। অস্ত্রসহ ধৃতকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন স্থানীয়রা। জানাযায়, পালিয়ে যাওয়া দু’জনের মধ্যে একজন বহিরাগত মার্মা অপরজন ত্রিপুরা। প্রতি বছর তামাক বিক্রির এই মৌসুমে এসব সন্ত্রাসী চাঁদাবাজদের দৌরাত্ম বৃদ্ধি পায়। জানাগেছে, গত বছর এই মৌসুমে নাইক্ষ্যংমুখ বাজারে চাঁদাবাজি করতে এসে জনতার দৌড়ানি খেয়ে অস্ত্র রেখে পালিয়েছিল কতিপয় সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীদের ফেলে যাওয়া স্থানীয়রা তিনটি দেশীয় বন্দুক উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তান্তর করেন। বিষয়টি সম্পর্কে রুপসিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা নিশ্চিত করলেও , আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট অন্য মহলগুলো থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। লামা থানার ওসি মোঃ শামীম শেখ জানান, এই সংক্রান্ত একটি খবর পেয়েছি এবং একজন এসআইসহ আমাদের ফোর্স রুপসিপাড়া গিয়েছে।