সময়ের উন্নয়ন ডেস্ক:-
পার্বত্য (বান্দরবান) লামায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ পালিত।
২৮ এপ্রিল রোববার, স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ এর কার্যক্রম শরু হয়। সকাল সাড়ে ৮টায়
লামা উপজেলা প্রশাসনিক এলাকা থেকে
শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি আদালতের চেয়ারম্যান) শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ। শোভাযাত্রা শেষে লামা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত দিবসের আলোচনা সভায়, জনপ্রতিনিধি, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, আদালতের কর্মচারীবৃন্দ, পুলিশ প্রশাসন, উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, লামা কোর্টের আইনজীবীগন, এনজিও নেতা অংশ নেন। বক্তরা বলেন, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও অসমর্থ বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিচ্ছে সরকার। ভবিষ্যতে এ সহায়তা অব্যাহত থাকবে এবং বাড়ানো হবে। দেশের সাধারণ জনগণকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সব জায়গার মতন লিগ্যাল এইড কমিটি ‘জাতীয় আইনগত সহায়তা দিচ্ছে লামা চৌকি আদালত। লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (চৌকি আদালতের চেয়ারম্যান) শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ এঁর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সার্কেল এএসপি আনোয়ার হোসেন, লামা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সাদেকুল মাওলা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামীম শেখ, ইউপি চেয়ারম্যান ছাচিংপ্রু মার্মা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া। লিগ্যাল এইড সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারণা অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রচার ও প্রসার ঘটাতে হবে। যে সব প্রান্তিক পর্যায়ের মানুষদের উদ্দেশ্য সরকার বিনামূল্যে আইনি সহায়তা চালু করেছেন, সেসব মানুষদের কাছে এতদ বিষয়ে ম্যাসেজ পৌঁছাতে হবে। রাস্তার বাঁকে ও পাবলিক প্লেজগুলোতে বিলবোর্ড, স্থাপনের কথা বলা হয়।